বোর্ডার-গাভাস্কার সিরিজের উত্তাপ চড়তে শুরু করেছে তা বুঝা গিয়েছিল অ্যাডিলেড টেস্ট দিয়েই। তবে ব্রিসবেনে প্রথম দিনেই জল ঢেলে দিয়েছিল আবহাওয়া, গ্যাবায় টসে হেরে অজিরা ব্যাট করতে নামলেও পনেরও ওভারও খেলা হয়নি তুমুল বৃষ্টির কারণে। এরপর খেলা মাঠে গড়িয়েছে একেবারে আজ দ্বিতীয় দিনে।
আজ খেলা শুরু হতে না হতেই উত্তাপের দেখাও মিলেছে। ভারতীয় বোলারদের বেধড়ক পিটিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ। অ্যাডিলেডে ১৪০ রানের ইনিংস খেলা হেড আজ ব্রিসবেনে করেছেন ১৫২ রান। হেডের পর তৃতীয় সেশনে সেঞ্চুরি তুলে নেন স্মিথও। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর ৩৩তম সেঞ্চুরি, তবে গত বছরের অ্যাশেজে লর্ডস টেস্টের পর প্রথম। দুজনের ২৪১ রানের জুটির সুবাদে গ্যাবায় সুবিধাজনক অবস্থানে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।
চতুর্থ উইকেটে তাদের ২৪১ রানের জুটিতে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারালেও দ্বিতীয় দিন শেষে তাদের প্রথম ইনিংসে স্কোর দাঁড়িয়েছে ৪০৫ রান।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১০১ ওভারে ৪০৫/৭ (হেড ১৫২, স্মিথ ১০১, ক্যারি ৪৫*; বুমরা ৫/৭২, নীতিশ ১/৬৫)।
* ২য় দিন শেষে।
বিডি প্রতিদিন/মুসা