বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারারের নিয়োগ বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। আজ রবিবার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষক ড. হাফিজ আশরাফুল হক লিখিত বক্তব্যের মাধ্যমে জানান, ‘গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে আবু হেনা মোস্তফা কামালকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া কোষাধ্যক্ষ পূর্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন। ইউজিসির তদন্ত প্রতিবেদনসহ বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী আবু হেনা মোস্তফা কামাল খান চরমভাবে বির্তকিত, দুর্নীতিগ্রস্থ ও ফ্যাসিষ্ট সরকারের দোসর হিসেবে প্রমাণিত। দেশের অর্ধ শতাধিক বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও যোগ্য ব্যক্তি রয়েছেন। তাদের উপেক্ষা করে আবু হেনা মোস্তফা কামাল খানকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিবাদ জানিয়েছেন। রাতের অন্ধকারে যোগদান করতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে ব্যর্থ হন তিনি (কোষাধ্যক্ষ)।’
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৬ নভেম্বর নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর থেকেই আমাদের (শিক্ষকদের) প্রতিবাদ কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় সংবাদ সম্মেলন করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সদ্য নিয়োগপ্রাপ্ত আবু হেনা মোস্তফা কামাল খানের নিয়োগ বাতিল চেয়েছেন তাঁরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে তাকে দেওয়া গাড়ী ও কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম ও মাহফুজ আলম, মার্কেটিং বিভাগের আব্দুল কাইউম, সমাজবিজ্ঞান বিভাগের সাদেকুর রহমান, সিরাজিস সাদিক, সৈয়দ আশিক-ই-ইলাহী, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের জামাল উদ্দীন, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের আব্দুল আলিম বাসের, সমাজকর্ম বিভাগের আবু জিহাদ ও প্রভাষক মোস্তাকিম রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ