পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের সদস্যরা সাত দফা দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল দুপুরে স্বপ্নের ঠিকানা আবাসনের বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট স্কুলের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করেন তারা। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের নারী পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তৃতা করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আলম গাজী, নাঈম হাওলাদার, জামাল মৃধা, বাইজিদ, ময়না বেগম, শেফালি বেগম প্রমুখ।