পঞ্চগড়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক সাবেত আলী। গতকাল জেলা প্রশাসকের সমেম্মলন কক্ষে এই সভা হয়। বিএনপি, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি, গণ অধিকার পরিষদের পঞ্চগড় জেলার নেতারা এতে অংশগ্রহণ করেন।
এ ছাড়াও আইনজীবী, মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কারিগর, নাট্যদল ভূমিজ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা মতবিনিময় সভায় অংশ নেন।