গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি কলোনির শতাধিক কক্ষ। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল সন্ধ্যায় উপজেলার মৌচাক হাজি মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক হাজি মার্কেট এলাকায় সুলতান মিয়ার বাড়ির একটি কক্ষে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। এতে তিনটি কলোনির প্রায় শতাধিক কক্ষ পুড়ে যায়। আগুনে সুলতান মিয়ার ৪৫টি, অখিল মিয়ার ৩৫টি এবং শাহাদাত হোসেনের ২৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেকার হোসেন রায়হান চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসে চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।