বগুড়ার শাজাহানপুরের শাবরুল এলাকার শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা সাগর বাহিনীর প্রধান সাগর তালুকদার ও তার সহযোগী স্বপন হোসেন হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ইউপি চেয়ারম্যান হযরত আলীসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নিহত সাগর তালুকদারের বোন রুখসানা আকতার বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলাটি করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকালে নিহত সাগরের বোন রুখসানা আকতার বাদী হয়ে এ মামলাটি করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোটম ল পাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা সাগর বাহিনীর প্রধান সাগর তালুকদার ও তার সহযোগী স্বপন হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। সাগর সাবরুল হাটখোলাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং স্বপন একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সাগর হোসেনের নামে দুটি হত্যা ও মাদকসহ ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।