পিরোজপুরের স্বরুপকাঠিতে বিএনপি কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৩৮ জন নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। স্বরুপকাঠি উপজেলা যুবদলের সদস্য আসাদ বাদী হয়ে বুধবার রাতে থানায় মামলাটি করেন। স্বরূপকাঠি থানার ওসি বনি আমিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- স্বরুপকাঠি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শহিদুল ইসলাম মিন্টু, যুবলীগ নেতা হুমায়ুুন কবির, গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিন্টু ফকির ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিদ মাহামুদ। ওসি জানান, গ্রেপ্তার আসামিদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।