নোয়াখালীর সেনবাগে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে গতকাল ভোরে মাদককারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০ কেজি গাঁজা, ৪৫ পিস ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ ৬৩ হাজার টাকা ও মাদক কারবারে ব্যবহৃত নয়টি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে মাদক কারবারি বেলাল হোসেন (৪৫) ও তার স্ত্রী আফরোজা আক্তার বকুল (৩৩)।
ওসি এস এম মিজানুর রহমান বলেন, মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বেলাল হোসেনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।