নারায়ণগঞ্জ শহরের কালীরবাজারে আগুনে পুড়ে ছাই হয়েছে ৩০টি দোকান। কালীরবাজারের মশলা পট্টিতে রবিবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে ফায়ার সার্ভিসের একজন সদস্য।
স্থানীয়রা জানান, গভীর রাতে একটি প্লাস্টিকের দোকান থেকে আগুন ধরে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।