রাজবাড়ীতে ধান খেতে পাতা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন মোতালেব সরদার (৭২) নামে এক কৃষক। সদর উপজেলার আটদাপুনিয়া গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। মোতালেব ওই গ্রামের বাসিন্দা। পরিবার জানায়, মোতালেবের বাড়ির পেছনে ধান খেত রয়েছে। ইঁদুরের উপদ্রব থেকে খেত রক্ষায় জমির চারপাশে তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন।
প্রতিদিন রাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে সকালে বিছিন্ন করতেন। রবিবার রাতে বিদ্যুৎ সংযোগ দিলেও সকালে বিছিন্ন করতে ভুলে যান। ধান খেতে কাজ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দীর্ঘসময় বাড়ি না আসায় ছেলে সোহান খুঁজতে যান তাকে। ঘটনাস্থলে গিয়ে বাবাকে মৃত অবস্থায় দেখেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।