নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হামলার মামলায় ইউপি সদস্য এবং এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের গতকাল আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন- ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আমিন হোসেন সাগর এবং ছাত্রলীগ নেতা শাহ আলম। ওসি শরিফুল ইসলাম বলেন, আমিন হোসেনের বিরুদ্ধে চারটি এবং শাহ আলমের নামে একটি মামলা রয়েছে।