দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিকসহ চারজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
জামালপুর : মেলান্দহে মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী কুরবান আলী নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শাহজাদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কুরবান আলী বীর হাতিজা গ্রামের আবদুল কাদের মিয়ার ছেলে।
চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে গতকাল গ্যাস বহনকারী লরির সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। তারা হলেন- রশ্মি বড়ুয়া (৩) ও ওয়াসিফুর রহমান।
কালিয়াকৈর (গাজীপুর) : মৌচাক এলাকায় মঙ্গলবার রাতে কভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন।