গাইবান্ধা সদর উপজেলায় একটি পাট গুদাম থেকে বদিয়ার রহমান (৬৫) নামে এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার হাট লক্ষ্মীপুরের লিটন মিয়ার পাট গুদাম থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার। মৃত বদিয়ার রহমান সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে লক্ষ্মীপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বদিয়ার রহমান দীর্ঘদিন থেকে ওই গুদামে কাজ করছেন। গতকাল সকালে গুদামে ঢুকে ঝুলন্ত অবস্থায় বদিয়ার রহমানের লাশ দেখতে পান অন্য শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।