সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে লালমনিরহাটের ছয় প্রতিষ্ঠানে কেউ পাস করেননি। প্রতিষ্ঠানগুলো হলো আদিতমারী উপজেলার গন্ধমরুয়া উচ্চবিদ্যালয় ও কলেজ, নামুরী উচ্চবিদ্যালয় ও কলেজ, কালীগঞ্জের সোনারহাট উচ্চবিদ্যালয় ও কলেজ, শিয়ালখোয়া কলেজ, দুহুলী এস সি উচ্চবিদ্যালয় ও কলেজ এবং কাকিনা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ। জানা যায়, গন্ধমরুয়া উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে আটজন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেননি। নামুরী উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে মাত্র একজন পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন।
এ ছাড়া শিয়ালখোয়া কলেজ থেকে তিনজন, সোনারহাট উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে তিনজন, দুহুলী এস সি উচ্চবিদ্যালয় ও কলেজ এবং কাকিনা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে একজন করে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এ ছয়টি প্রতিষ্ঠানই লালমনিরহাট-২ আসনে অবস্থিত। এ আসনে টানা দুবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। মোশারফ হোসেন নামে একজন অভিভাবক জানান, কেউ পাস করেনি এমন অধিকাংশ প্রতিষ্ঠানের শিক্ষকরা মন্ত্রীর দোসর ছিলেন। কলেজে না গেলেও মন্ত্রীর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তাঁদের। এমন নামমাত্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। দুই উপজেলার দায়িত্বে থাকা আদিতমারী ইউএনও নুর ই আলম সিদ্দিকী বলেন, ‘এমন ফলের কারণ অনুসন্ধান করে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে।’