প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে নোয়াখালী পৌরসভার মেয়র সহিদুল্লাহ খান সোহেলের ব্যক্তিগত পক্ষ থেকে পৌর এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এ সময় কোটা আন্দোলনের ওপর ভর করে সন্ত্রাসীরা সারাদেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটসহ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ায় ক্ষতিগ্রস্ত হকার, মুচি, সেলুন কর্মচারী, পরিবহন শ্রমিকসহ নিম্ন আয়ের দুই শতাধিক মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
আজ সকালে নোয়াখালী পৌরসভা চত্ত্বরে এসব চাউল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদুল্লাহ খান সোহেল। এই সময় পৌর সভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল ও কাউন্সিলর ফখরুলইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকালও নোয়াখালীর পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার রিকশাচালক, গরীব, অসহায়, দরিদ্র ও হিজড়া সম্প্রদায়সহ ৬ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ