গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আজ রবিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে হাইওয়ে পুলিশের বক্স ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে রবিবার সকাল থেকে আন্দোলনকারীরা একত্রিত হয়। এসময় চন্দ্রা হাইওয়ে পুলিশ বক্স ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে দেয় আন্দোলনকারীরা।
অপরদিকে, লতিফপুর এলাকায় কালিয়াকৈর থানায় ভাঙচুরের চেষ্টা করেন আন্দোলনকারীরা। থানার সামনে থাকা দুইটি গাড়িতে আগুন দিয়ে দেয় আন্দোলনকারীরা। পরে পুলিশ আন্দোলনকারীদের টিয়ারসেল দিয়ে ছত্রভঙ্গ করে দেয় ।
নাওজোর থানার ওসি শাহাদাত হোসেন জানান, আন্দোলনকারীরা ঢাকা-টাঙ্গাইল সড়কের চন্দ্রা হাইওয়ে পুলিশের বক্সে ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এছাড়াও বিভিন্ন পয়েন্টে ক্ষয়ক্ষতি করেছে আন্দোলনকারীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ