বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর এখনও হামলা, নির্যাতন ও তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি হচ্ছে বলে জানিয়েছেন নেতারা। তারা বলেছেন, কোন ধরনের চাঁদাবাজির সাথে তারা জড়িত নন। এ সব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা আরো বলেন, গত ১৫ জুলাই কেন্দ্রীয় সমন্বয়করা আমাদের কমিটি অনুমোদন দিয়েছেন। এ কমিটিতে ৭ জন সমন্বয়ক ও ১০জন সহকারী সমন্বয়ক রয়েছেন। এ কমিটির বাইরে কোন বৈধ কমিটি নেই।
রবিবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক সাকিব খান, নিয়তি সরকার নিতু, সৈকত আলী, আজিম উদ্দিন, জাকিরুল ইসলাম, নাজমুল হাসান নেহাল, সাব্বির আহমেদ রাজ সহ অন্যান্যরা।
এদিকে জেলা আইন শৃংখলা কমিটির সভায় ডঃ মুহাম্মাদ ইউনুস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ট্রাফিকের দায়িত্বপালনকালীন ছাত্রদের এবং জনগনের নিরাপত্তা দিতে হবে। যেকোন গুজবের ব্যাপারে সজাগ থাকতে হবে এবং বাজার মনিটরিং জোরদার করা হবে। সরকারের প্রতিটি স্তরে সংস্কার দরকার। সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রতিনিধি, পুলিশ সুপার জাকির হাসান, জেলা বিএনপির সভাপতি পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারন সম্পাদক আলী আজগর হেনা, জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর আবিদুর রহমান ও সেক্রেটারী আ স ম আব্দুল মালেক, বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাাহ লোটাস, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ও রাহাত আহমেদ রিটু , বাস মিনিবাস কোচ মালিক সমিতির প্রধান উপদেষ্টা পৌর কাউন্সিলর এরশাদুল বারী এরশাদসহ সরকারী কর্মকর্তা বৃন্দ। সভার শুরুতে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিডি প্রতিদিন/এএম