নেত্রকোনা জেলা সংবাদপত্র পরিবেশক মিডিয়া সেন্টারের ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান (৬০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল সাড়ে আটটায় তার মৃত্যু হয়। আসরের নামজের পর জানাজা শেষে উপজেলার দেওপুর বিশ্বনাথপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত ২০০১ সাল থেকে তিনি নেত্রকোনা শহরের ছোট বাজার পত্রিকা পরিবেশক মিডিয়া সেন্টারে দায়িত্ব পালন করেছেন। তার অকাল মৃত্যুতে পত্রিকা পরিবেশক সমিতির সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন নেত্রকোনা পত্রিকা পরিবেশক এজেন্সির স্বত্তাধিকারি আবু বকর সিদ্দিক, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আলপনা বেগম, সমকালের খলিরুর রহমান শেখ ইকবাল, সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি আবু শহিদ হিরনসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও শুভাকাঙ্খিবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল