হিন্দু ধর্মালম্বীদের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বিএনপি নেতা হযরত আলী বলেছেন, স্বাধীন দেশে সংখ্যালঘু শব্দটি হিন্দুদের জন্য অসম্মানের। হিন্দুদের অসম্মান করতে সংখ্যালঘু শব্দটি ব্যবহার করতো আওয়ামী লীগ।
আলোচনা সভা ও র্যালিতে সভাপতি ছিলেন জেলা হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট এর সহকারী পরিচালক শামীম আহমেদ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরুল হাসান। অন্যান্য বিশেষের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকরামুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম, পূজা উদযাপন পরিষদের আহবায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত চন্দ্র দে।
সোমবার সকালে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখা এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর যৌথ আয়োজনে এ অনাড়াম্বর র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করা হয়। এ সময় হিন্দু নারী পুরুষ, হিন্দু ধর্মীয় শিশু-কিশোররা র্যালিতে অংশ নেয়।
পূজা উদযাপন পরিষদের আহবায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত চন্দ্র দে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মামুনুর রশিদ পলাশ, আবু রায়হান রুপম, মো. আতাহার আলী, শফিকুল ইসলাম মাসুদ, প্যানেল মেয়র হাবিবুর রহমান হবি, শফিকুল ইসলাম গোল্ডেন, আতাহার হোসেন আতা, সাইফুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ