গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ। নিহতের পারিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর। পরনে সাদা চেক লুঙ্গি এবং কালো ফুলহাতা গেঞ্জি ছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোয়ালবাথান এলাকার ব্রিজের নিচে জঙ্গলের ভেতর অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে গেছে।
কালিয়াকৈর থানার ওসি অপারেশন যুবায়ের হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার সঠিক কারণ বলা যাবে।
বিডি প্রতিদিন/এএ