কোটা সংষ্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রাজবাড়ীর আব্দুল গণির কুলখানি অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নের বিএনপির আয়োজনে এই কুলখানি অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকায় আব্দুল গণির বাড়ির পাশের একটি মাঠে কুলখালি অনুষ্ঠিত হয়।
কুলখানি অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব কামরুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, নিহত আব্দুল গণির পিতা আব্দুল মজিদ শেখ ও গণির ছেলে আল আমিন বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে মিলাদ ও দোয়া মাহফিলে আব্দুল গণির রুহের মাগফেতার কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর ঐতিহ্যবাহী ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মুনির মোনাজাত পরিচালনা করেন।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপি, দলটির অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মুসল্লী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ