বগুড়ার সোনাতলা উপজেলায় মো. দুলাল হোসেন (৩২) নামের এক মুদি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার দিঘদাইড় ইউনিয়নের সৈয়দ আহমেদ কলেজ বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী একই এলাকার সাফাত আলীর ছেলে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এক গৃহবধূর সাথে দুলালের পরকীয়া সম্পর্ক ছিল। পরকীয়া সম্পর্কের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। সিসি টিভি ফুটেজ দেখে হত্যাকারী শনাক্ত করা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতার করতে পুলিশ মাঠে রয়েছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন