শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আফজাল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, টাকা আত্মসাৎ ও কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও জেন্ডার প্রোমোটারদের যৌন হেনস্থার অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। রবিবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, যোগদানের পর থেকে কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের ঠিকমত নাস্তার টাকা না দেওয়া, মাতৃত্বকালীন ভাতা পেতে ঘুষ লেনদেন, আইসিভিজিডির ১৬৯০ জন থেকে ১৬০০ টাকা করে কেটে রেখে ২৮ লাখ টাকার দুর্নীতি, শিক্ষকদের ঠিকমত বেতন না দেওয়া, গভীর রাতে নারী শিক্ষককে ফোন করে কুপ্রস্তাব দেওয়াসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত আফজাল হোসেন। এতে কিশোর-কিশোরী ক্লাবসহ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেবাভোগীরা। আফজাল হোসেনকে দুর্নীতিবাজ ও চরিত্রহীন কর্মকর্তা উল্লেখ্য করে মানববন্ধনকারীরা তার অপসারণ দাবি করেন।
বিডি প্রতিদিন/এএ