ভাঙ্গায় জ্যোতি আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচড়া গ্রামের ওই গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঐ গ্রামের স্বপন শিকদারের স্ত্রী।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে সংসারের কাজকর্ম করে ঐ গৃহবধূ তার ঘরে চলে যায়। সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে। কিন্তু সে দরজা না খুললে সবার সন্দেহ হয়। তখন তারা ঘরের দরজা ভেঙ্গে তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ ঘটনা ভাঙ্গা থানা পুলিশকে জানান হলে তারা শনিবার রাতে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। তাদের ধারণা পারিবারিক অশান্তির কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারে।
ভাঙ্গা থানার উপ পরিদর্শক মোঃ রাকিব হোসেন জানান, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচড়া গ্রাম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ঘরে শোয়ানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএ