কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নে পুকুরে ডুবে ছামিয়া আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকার বাসিন্দা মো. সাদেকের কন্যা।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকার সাদেকের কন্যা ছামিয়া আক্তার (৫) সাইট পাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক শিশুটি মৃত বলে জানান।
বিডি প্রতিদিন/এএ