লক্ষ্মীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. মাজেদুল হক রেজা, মেজর জিয়া উদ্দিন আহমেদ, পুলিশ সুপার আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা।
সভায় জানানো হয়, এবার লক্ষ্মীপুরে ৫টি উপজেলায় স্থায়ী অস্থায়ী মোট ৭৮টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা মণ্ডপগুলোতে সুষ্ঠু পরিবেশ রক্ষায় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। সজাগ থাকবেন হিন্দু সম্প্রদায়ের লোকজনও।
সভায় জেলা প্রশাসক বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে দুর্গাপূজা আয়োজনের লক্ষ্যে সব রকমের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। এই লক্ষ্যে প্রশাসন এবং আইন-শৃংখলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন