মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন পালন করেছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষক-কর্মচারি ঐক্যজোট দিনাজপুর সদর উপজেলা শাখা।
মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। এতে যোগ দেন মাধ্যমিক শিক্ষক অফিসাররা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি প্রদান করে তারা। স্মারকলিপিতে শিক্ষক-কর্মচারি ঐক্যজোট ৪ দফা প্রস্তাবনা দিয়েছে।
মানববন্ধনে ও স্মরকলিপি প্রদানের সময় দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মিরাজুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়, শিক্ষক কর্মচারি ঐক্যজোট দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আজিজার রহমান, সাধারণ সম্পাদক মোঃ জসিউর রহমান, মাদরাসা শিক্ষক সমিতি জেলা শাখার আহবায়ক মোঃ মিজানুর রহমান, শিক্ষক নেতা কাজী মোঃ আব্দুর রহিম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল মালেক, মোঃ জমশেদ আলীসহ শিক্ষক কর্মচারি ঐক্যজোটের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ