সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা এক দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দের ব্যানারে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) এর সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান। অথচ বেতন গ্রেড ১৩তম। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন ১০ম গ্রেডে।
এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক পাসে বেতন পাচ্ছেন ১০ম ও ৯ম গ্রেডে। অথচ সমযোগ্যতা সত্ত্বেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। বক্তারা বৈষম্য নিরসনে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিটিআইয়ের ২০২৪-২৫ সেশনের প্রশিক্ষণার্থী কমিটির সভাপতি জসিম উদ্দিন, দৌলতপুর উপজেলার ৩২ কৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আওলাদ হোসেন, শিবালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রত্না আক্তার। আরও বক্তব্য রাখেন তানজিলা খানম, রাজিব কুমার বসাক, তরুণ সূত্রধর, আলতাব হোসাইন, লুবনা আক্তার, ইফতেখার আলম ও মনিরুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা দ্রুততম সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।
বিডি প্রতিদিন/আরাফাত