কৃষকদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাই। তাই নন্দীগ্রামের বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠ পর্যায়ের বিভিন্ন কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যে দিক-নির্দেশনা দিবে সেই দিক-নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের অবশ্যই দলীয় স্বার্থে কাজ করে যেতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা পৌর বিএনপি ও ইউনিয়নের সাবেক বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির জনপ্রিয়তা আছে কি-না তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগন ভোটের মাধ্যমে বুঝিয়ে দিবে বলেও মন্তব্য করে বগুড়া-৪ আসনের জনপ্রিয় এই বিএনপি নেতা।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মো. আলেকজেন্ডারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে.এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আ. রউফ রুবেল, যুগ্ম-আহ্বায়ক সবুজ হোসেন, আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, ১নং যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান মুসা, যুগ্ম-আহ্বায়ক কুরবান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, মেহেদী হাসান প্রকৃতি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, সাংগঠনিক সম্পাদক আল আমিন।
সাবেক বিএনপি নেতা জহুরুল মাস্টার, বিএনপি নেতা ফজলে রাব্বী তোহা, সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, সাবেক চেয়ারম্যান আব্দুল বারী বারেক,সাবেক চেয়ারম্যান শামছুর রহমান, গোলাম হোসেন, যুবদলের সাবেক সভাপতি ফজলুর রহমান, যুবদলের সাবেক সেক্রেটারি সরকার আক্তারুজ্জামান, সাবেক বিএনপি নেতা মিলন, ফারুক, খলিল, আল-হেলাল, আব্বাস আলী, খোরশেদ আলী, আব্দুর রহিম সরদার। এছাড়াও বক্তব্য রাখেন নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এল আর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আল হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাসেম, বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মশিসহ যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও সকল অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী।
বিডি প্রতিদিন/আরাফাত