জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী মাদরাসাছাত্র রমজান আলীর খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারে মন্ডলপাড়া মাদরাসাতুল সুফফার শিক্ষার্থী ও স্থানীয়রা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত শিশুর বাবা মাছুদ মন্ডল, মা রেনুকা, স্বজন মঞ্জুরুল হক, বদিউজ্জামান, শাহিদা আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, গত ২০২৩ সালের ৩০ মে প্রতিবেশী মিজানুর রহমানের আমবাগানে শিশু রমজান আলী আম কুড়াতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন বাগানের পার্শ্ববর্তী জমির গর্তে তার লাশ পাওয়া যায়। পরিবার ও স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জেরে মিজানুর রহমান, তার দুই ছেলে সুমন ও মিলন শিশুটিকে হত্যা করে। বর্তমানে পিবিআই মামলার তদন্ত করছে, কিন্তু আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। মাদরাসাছাত্র রমজান আলীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের সহযোগিতার দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/একেএ