গাইবান্ধার সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।
সোমবার দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সারাদেশে নিয়মিত বদলির অংশ হিসেবে গাইবান্ধার সাত থানার ওসিদের বদলি করা হয়েছে। বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য তাদের আগামী ২ অক্টোবরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে বলা হয়েছে।
বদলি হওয়া ওসিদের মধ্যে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানাকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে, সুন্দরগঞ্জের ওসি মাহবুব আলমকে ট্যুরিস্ট পুলিশে, সাদুল্লাপুরের ওসি শফিকুল ইসলামকে পিবিআইয়ে, পলাশবাড়ীর ওসি কেএম. আজমিরুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে, গোবিন্দগঞ্জের ওসি আ.ফ.ম আছাদুজ্জামানকে রাজশাহী রেঞ্জে, সাঘাটার ওসি শফিকুল ইসলামকে রাজশাহী রেঞ্জে এবং ফুলছড়ি থানার ওসি রাজিফুজ্জামান বসুনীয়াকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন