ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহাগ (৩৬)-কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার দুপুরে তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদানের অভিযোগে সাইফুল আলম সোহাগের বিরুদ্ধে ভাঙ্গা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। সোহাগের বাড়ি ভাঙ্গা পৌরসভার কোর্টপাড় এলাকায়।
একই মামলায় পুলিশ নগরকান্দা পৌরসভার মধ্যজগদিয়া মহল্লার বাসিন্দা ও নগরকান্দা উপজেলা কৃষক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ইমারত হোসেন (৬০)-কেও গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। ভাঙ্গা থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করে।
গত ৪ সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান ওরফে তাসকিন রাজু বাদী হয়ে ১১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে।
বিডিপ্রতিদিন/কবিরুল