জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষে গাইবান্ধায় এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সম্পাদক রেবতি বর্মনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলী সদস্য মোশারফ হোসেন নান্নু, নজরুল ইসলাম, জেলা সদস্য গোলাম মোস্তফা, সুকুমার বর্মন, রফিকুল ইসলাম, সাব্বির রহমান, আব্দুল্যাহ সরকার, সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বিশেষ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট হত্যাকান্ডের বিচার, আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, দ্রব্যমূল্য কমাও, পূর্ণ রেসনিং ব্যবস্থা চালু, দুর্নীতিবাজ, খেলাফি ও অর্থ-পাচারকারীদের বিচার এবং সম্পদ বাজেয়াপ্ত করাসহ গাইবান্ধায় মেডিকেল কলেজ স্থাপন, বালুয়া হাসপাতাল চালু করার দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল