দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় বাসের চাপায় দুইজনের মৃত্যু এবং দুইজন আহত হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুর শহরের ইসলামিক ব্যাংক কমিউনিটি হাসপাতালে সামনের মহাসড়কে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত হয়।
এর আগে সোমবার দিবাগত রাতে ফুলবাড়ী পৌর এলাকার বারকোনা মোড়ে বাসের চাপায় বাইসাইকেল আরোহী নিহতের দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক ফখরুল ইসলাম (৫৫) দিনাজপুর শহরের ৮ নম্বর রেলঘুমটি এলাকার নিশ্চিন্তপুর গ্রামের নেসার উদ্দীনের ছেলে। অপরজন বাইসাইকেল আরোহী শরিফুল ইসলাম (৩০) ফুলবাড়ী পৌর এলাকার বারকোনা গ্রামের বারকোনা মোড়ে মৃত ফজলু মিয়ার ছেলে।
আহত যাত্রীরা হলেন দিনাজপুর উপশহর এলাকার জামালের ছেলে বেলাল (৩০) ও একই এলাকার মকবুলের ছেলে সাইদুর (৩০)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ওই মহাসড়কে মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে দিনাজপুর শহরে একটি বাস একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফখরুল ইসলাম নামে এক ইজিবাইক চালক নিহত হয় এবং ইজিবাইকে থাকা দুইজন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অপরদিকে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাশের রাস্তা থেকে আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় দিনাজপুরগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলে শরিফুল ইসলামের মৃত্যু হয়। ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা থেকে ঢাকা মোড়ে বাইসাইকেলে শরিফুল ইসলাম যাচ্ছিলেন।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান এবং ফুলবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ