কুষ্টিয়ার দৌলতপুরের দুইটি পৃথক স্থানে বজ্রপাতে এক গৃহবধূসহ ৪ জনেরর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার (০৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়েরপাড়া ও ফারকপুর গ্রামে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতরা হলেন গড়েরপাড়া এলাকার হাউস জদ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), ময়েন আলীর ছেলে নিজাম হোসেন (৪২), মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২০) ও ফারাকপুর গ্রামের জামান হোসেনের স্ত্রী জহুরা খাতুন (৪০)।
বজ্রপাতে মৃত্যুর বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, বজ্রপাতে ৩ জন পুরুষ ও একজন নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ ঘটনায় আরও ৫জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ