ফরিদপুরে বিষাক্ত অ্যালকোহল পানে দুই নারী কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস ও একই কলেজের ডিগ্রি পড়ুয়া রত্না সাহা। পূজা বিশ্বাসের বাড়ী মাগুড়া জেলার শালিখা থানার দেবিলা গ্রামে। তার পিতার নাম সাধন বিশ্বাস। আর রত্না সাহার বাড়ী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আমগ্রামে। তার পিতার নাম রতন কুমার সাহা। নিহত দুইজন পড়ালেখার পাশাপাশি স্থানীয় একটি ক্যাফেটিরিয়ায় চাকুরী করতো।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রত্না সাহা ও পূজা বিশ্বাস শহরের মধ্য আলিপুর কানাই মাতুব্বর মোড় এলাকায় একটি ভাড়া বাড়ীতে বসবাস করতো। শুক্রবার সন্ধ্যার পর পূজা বিশ্বাস ও রত্না সাহা পূজা দেখার জন্য বাড়ী থেকে বের হয়। পরে দুইনই মধ্যরাতে বাড়ী ফেরে। বাড়ী ফেরার পর তারা অসুস্থ হয়ে পড়লে দুজনতে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত তিনটার দিকে রত্না সাহা এবং শনিবার সকাল ৮টার দিকে পূজা বিশ্বাস মারা যায়।
কোতয়ালী থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে। নিহত দুইজনের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ