পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোররাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রামে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয় বলে জানান মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
গ্রেফতারকৃতরা হলো হাফিজুর রহমান হাসিব (৪০) ,নাজমুল শিকদার ওরফে কালিয়া (৩৫), মো: ফাহাদ (২৮), মো: তৌহিদুল ইসলাম (৩০)।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রামে মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে দেশীয় ধারালো অস্ত্র ৪টি রামদা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১৩৫ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, নগদ টাকা, ৮টি চোরাই মোবাইল, ১টি ক্যামেরা উদ্ধার করা হয়। এসময় স্থানীয় কুখ্যাত মাদক সম্রাট হাফিজুর রহমান হাসিব নাজমুল শিকদার ওরফে কালিয়া মোঃ ফাহাদ এবং মোঃ তৌহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ইতিপূর্বে তাদের বিরুদ্ধে হত্যা- মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএ