বরিশালের উজিরপুরের সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় এক জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসনা জাহান খান।
দণ্ডপ্রাপ্ত জেলে বাদল হাওলাদার উপজেলার পূর্ব জয়শ্রী গ্রামের আয়নাল হকে ছেলে।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সোমবার বেলা ১১টার দিকে সন্ধ্যা নদীর শিকারপুর ডিগ্রি কলেজ এলাকায় মাছ শিকার করতে যায় জেলে বাদল। এ সময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেন।
উজিরপুর মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত বাদলকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা