‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইবনে মায়াজ প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার খান মাহমুদুল হাসান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল