বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্র আবু রুহানী হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম তাসকিনুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, রবিবার রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার জমজম ইসলামী হাসপাতালের পাশের গলি থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে ২০১৩ সালে সংঘটিত এই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই জিয়াউর রহমান জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ জানুয়ারি বগুড়া শহরের ফুলবাড়ি ভান্ডারি স্কুলের সামনে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্র আবু রুহানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম