লক্ষ্মীপুরসহ নোয়াখালী জেলায় বন্যাতে ক্ষতিগ্রস্ত ৫২ পরিবারকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। এসময় প্রত্যেক পরিবারকে ১৫ হাজার টাকা করে ৭ লাখ ৮০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আমেরিকায় বসবাসরত প্রবাসীদের সাহায্যে গঠিত ফান্ডের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে এ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মাসন সিংহ।
নর্থ অ্যামেরিকাভিত্তিক টিভি চ্যানেল টিবিএন টোয়েন্টিফোর’র জেনারেল ম্যানেজার নুরুল মোত্তালিব চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুছ মিয়া, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মামুনুর রশিদ, সাংবাদিক নিজাম উদ্দিন, জামাল উদ্দিন রাফি ও কিশোর কুমার দত্ত প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই