বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বাগেরহাটের ৬টি উপজেলায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
বাগেরহাটের চিতলমারী ও কচুয়া উপজেলায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। রামপাল ও মোংলা উপজেলায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। ফকিরহাট ও মোল্লাহাট উপজেলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমূল হাসান গণসংযোগ ও লিফলেট বিতরন করেন।
এসময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা কমিটির শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ