ফরিদপুরের সালথা উপজেলার একটি হত্যা মামলাকে পুঁজি করে বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার আজাদসহ গট্রি ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে গট্রি বাজারে এসব কর্মসূচি পালন করা হয়। সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংশ নেন গট্রি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বর, সাধারণ সম্পাদক আবুল কালাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক হারুন মাতুব্বর, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ মোল্লা, বিএনপি নেতা ইব্রাহিম খান, জাহিদ হোসেন, ডাক্তার কামরুজ্জামান মজনু প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগের একটি দুষ্টচক্র বিএনপি নেতাদের ইমেজ ক্ষুন্ন করতে নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম হত্যাকান্ডের পর তাকে পুঁজি করে এ চক্রটি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। হত্যা মামলার বাদি নিজ দায়িত্বে মামলা করলেও চক্রটি বিএনপি নেতাদের নাম জড়িয়ে অপরাজনীতি করছে। বক্তারা বলেন, যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ