অভিনেত্রী অহনা রহমান। নিজেকে পর্দায় দারুণভাবে মেলে ধরেছেন। কাজ করছেন চ্যালেঞ্জিং সব চরিত্রে। বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে অহনা অভিনীত একটি নতুন নাটক। নাম ‘প্রবাসীর স্ত্রী’। এ নাটকে তাকে প্রবাসী চরিত্রের রুশো শেখের স্ত্রী হিসেবে দেখা যাবে। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। অহনা বলেন, ‘আমাদের সমাজে প্রবাসীর স্ত্রীদের নিয়ে অনেক মুখরোচক গল্প ছড়ানো হয়। এটা ঠিক নয়। এটা অন্যায়। একজন নারী স্বামীকে ছাড়া দিনের পর দিন শ্বশুরবাড়িতে বাস করেন। এ সময়টাতে তার প্রতি বাড়তি স্নেহ ও ভালোবাসা প্রয়োজন। আর স্ত্রীদেরও উচিত স্বামীর যে পরিবার ও সংসার সেটার প্রতি দায়িত্বশীল থাকা। এমনই বার্তাপ্রধান গল্পে নাটকটি তৈরি হয়েছে। আশা করছি দর্শক এটি উপভোগ করবেন।’ এ কথার মাধ্যমে প্রবাসীদের জন্য যেন নতুন বার্তা দিলেন অহনা। ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে অহনা ও রুশো শেখ ছাড়াও অভিনয় করেছেন রত্না খান, তানভীর মাসুদ, সৈয়দ শিপুল, সেজুতি খন্দকার, মাশফিয়া প্রধান।