নায়িকা পরীমণি। কয়েক মাস আগেই তিনি নাম লিখিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সিনেমায়। ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে টলিউডে অভিষেকের অপেক্ষায় পরী। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটি মুক্তির প্রচারণা। আর এ জন্য বেছে নেওয়া হয়েছে এ দুর্গা উৎসব। কলকাতার বিভিন্ন পূজামণ্ডপ থেকে শুরু করে নানা অলিগলিতে পৌঁছে গেছে ফেলুবক্সীর খবর। কলকাতার একটি মণ্ডপের প্যান্ডেলে ‘ফেলুবক্সী’র পোস্টার দিয়ে সাজানো হয়েছে। মণ্ডপে নিজের সিনেমার পোস্টার দেখে খুব খুশি হয়েছেন এ অভিনেত্রী। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন- ‘শিগগিরই আসছে লাবণ্য।’ দেবরাজ সিনহার ‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। দেশে মুক্তির অপেক্ষায় আছে পরীমণি অভিনীত ‘রঙিলা কিতাব’। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফরমে। ‘রঙিলা কিতাব’ পরিচালনা করেছেন অণম বিশ্বাস।