বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা নয়াদিল্লির মঞ্চে ডিজাইনার শান্তনু ও নিখিলের হয়ে হেঁটেছিলেন। সঙ্গে ছিলেন এক নারী মডেল। তাদের মঞ্চের রসায়ন ছিল রীতিমতো নজরকাড়া। ব়্যাম্পওয়াকের সময় কখনও দেখা গেল মডেলের কোমর ধরে একেবারে কাছে টানলেন সিদ্ধার্থ, কখনও আবার জড়িয়ে দাঁড়িয়ে দিলেন পোজ।
ভাইরাল একটি ভিডিওতে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত ভাগ করে নিতেও দেখা যায়। তবে এর পুরোটায় ছিল কোরিওগ্রাফির অংশ। অর্থাৎ রিহার্সাল করে পুরোটা মঞ্চস্থ করা হয়েছে।
তবে এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা নানা মন্তব্য করছেন। মজা করে কেউ কেউ আবার সিদ্ধার্থপত্নী কিয়ারাকে সাবধানও করলেন।
এক অনুরাগীর লেখেন, কিয়ারা নিজের স্বামীর দিকে নজর রেখো..., অন্য একজন লেখেন, ওই মহিলা সিদ্ধার্থের মোহে মুগ্ধ, কোনও দোষ নেই।
আবার একজন লেখেন, আমি বলে দিচ্ছি, আজ কিয়ারা খুব পেটাবে আপনাকে।
প্রসঙ্গত, সিদ্ধার্থের হাতে বেশকয়েকটি বড় প্রোজেক্ট রয়েছে। আখেঁ ২ ছবিতে অমিতাভ বচ্চন ও সঞ্জয় দত্তের সঙ্গে দেখা মিলবে তার। এছাড়া জাহ্নবী কপূরের সঙ্গে স্পাইডার ছবিতেও দেখা যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ