শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

সাময়িক অসুবিধায় পড়বে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

সাময়িক অসুবিধায় পড়বে বাংলাদেশ

ড. দেবপ্রিয় ভট্টাচার্য

যুক্তরাজ্যের ঐতিহাসিক গণভোটে ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক জোটের সঙ্গে ৪১ বছরের সম্পর্ক ছিন্নের পক্ষে রায় হওয়ায় বাংলাদেশের জন্য সাময়িক অসুবিধার সৃষ্টি হবে বলে মনে করেন থিঙ্কট্যাঙ্ক খ্যাত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বিশেষ ফোলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্য বন্ধন ছিন্ন করায় প্রতিযোগিতার সক্ষমতায় বাংলাদেশ চাপে পড়বে বলেও মনে করেন জাতিসংঘের জেনেভা কার্যালয়ে কাজ করা সাবেক এই দূত। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফোলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশকে যে বাজারসুবিধা ইউরোপীয় ইউনিয়নের অধীনে যুক্তরাজ্যে দেওয়া হয়ে থাকে, সেগুলো অব্যাহত থাকবে। তবে ব্রিটেনকে এ সুবিধা বাংলাদেশকে দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ব্রিটেন থেকে বাংলাদেশি পণ্য পাঠাতে সীমান্তে কোনো ধরনের বাধা সৃষ্টি হয় কি না তা এখন দেখার বিষয়। তবে বাংলাদেশ সাময়িক যে অসুবিধার মধ্যে পড়বে, তা উত্তোরণে সরকারের উচিত হবে বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে একটি কমিটি গঠন করে সমস্যাগুলো চিহ্নিত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। দেশের সমাজ সচেতন এই সাবেক দূত ও অর্থনীতি বিশ্লেষক আশঙ্কা প্রকাশ করে বলেন, ইতিমধ্যে পাউন্ডের দাম পড়েছে। ইউরোর দামও হয়তো কমবে। আরও দেখার বিষয় হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয় কি না। বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার ঐক্য ও বন্ধনে ফাটল ধরে কি না। আরও দেখার বিষয় হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকা অন্য দেশগুলোও যুক্তরাজ্যের পথ ধরে বের হয়ে যায় কি না।

সর্বশেষ খবর