মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক মাদক ও আইনশৃঙ্খলা দপ্তরের মুখ্য উপসহকারী মন্ত্রী স্মিথ উইলসনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। এ সময় দুর্নীতি দমন এবং বিগত সরকারের আমলে দেশ থেকে পাচার হওয়া টাকা পুনরুদ্ধারে তার সহযোগিতা চান পররাষ্ট্র সচিব।
ওয়াশিংটনের স্থানীয় সময় শুক্রবার স্মিথ উইলসনের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টে জানানো হয়, ওয়াশিংটনে আন্তর্জাতিক মাদক ও আইনশৃঙ্খলা দপ্তরের মুখ্য উপসহকারীর সঙ্গে পররাষ্ট্র সচিব বৈঠক করেছেন। তারা দুর্নীতি দমন এবং দেশ থেকে পাচারকৃত টাকা চুরি হওয়া পুনরুদ্ধারে সহযোগিতা জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এ সময় সংস্কার, এমএলএ চুক্তি, ক্রয় ব্যবস্থা, আইন প্রয়োগ, বিচার বিভাগ এবং মিডিয়াতে অভিজ্ঞতা ও দক্ষতা ভাগাভাগি বাড়ানোর জন্য প্রযুক্তিগত সহায়তার বিষয় নিয়েও আলোচনা হয়।
অন্যদিকে ওই বৈঠক নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক মাদক ও আইনশৃঙ্খলা দপ্তর তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, স্বচ্ছতা আর জবাবদিহি হচ্ছে আইনের শাসনের মূল ভিত্তি। পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে দুর্নীতি দমন, আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্রের বিকাশ নিয়ে আলোচনা হয়েছে স্মিথ উইলসনের।