ইসরায়েলে এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া আরও দুজন আহত হয়েছে। পরে পুলিশ গুলি করে ওই ফিলিস্তিনিকে হত্যা করে বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ।
রবিবার রাজধানী তেল আবিবের কাছের হোলন সিটিতে সকালের ব্যস্ত সময়ে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, হামলাকারী ছুরি হাতে একটি গ্যাস স্টেশনের কাছে এবং একটি পার্কের কাছে থাকা লোকজনের ওপর হামলা করে। নিহত দুজনই বয়স্ক, একজন নারী ও একজন পুরুষ। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের মুখপাত্র এলি লেভি স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, ঘটনাস্থলে থাকা আমাদের একজন কর্মকর্তা দ্রুত ওই সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করে এবং তাকে আরও ভয়াবহ হামলা চালানো থেকে প্রতিহত করে।
বিডি প্রতিদিন/এমআই