আগেই যাত্রীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণে লেবাননের বৈরুতগামী কিছু ফ্লাইট বাতিল করা হয়েছিল। এবার ইসরায়েলের সঙ্গেও ফ্লাইট বাতিল করছে অনেক বিমান সংস্থা।
বিবিসি জানিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজ বলেছে, বুধবার পর্যন্ত তেল আবিবের সব ফ্লাইট বাতিল করেছে তারা।
বিএ একটি বিবৃতিতে বলেছে, ‘নিরাপত্তা সবসময়ই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমরা গ্রাহকদের তাদের ভ্রমণের বিকল্পগুলি সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য যোগাযোগ করছি।’
ফ্লাইট রাডার ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটটি দেখায়, বাহ্যিকভাবে অন্যান্য এয়ারলাইন্সের তেল আবিবের ফ্লাইট কমেছে। এই তালিকায় আছে উইজ এয়ার এবং আজারবাইজান এয়ারলাইন্স।
লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার চালানো হামলায় প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছে। আহতের সংখ্যাও দুই হাজার ছুঁইছুঁই। এই হামলার প্রতিবাদে ইসরায়েলেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
বিডি প্রতিদিন/নাজমুল